শীত শেষ হলেও গ্রীষ্মকালীন সবজি বাজারে এলেও দাম রয়েছে চড়া। একই সঙ্গে তেল, চাল, পেঁয়াজের দামও বেড়েছে, যা ভোক্তাদের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে।
১৮ এপ্রিল (শুক্রবার) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৫-২০ টাকা বেড়ে ৫০-৫৫ টাকায় পৌঁছেছে। মিনিকেট চালের দামও দুই সপ্তাহে কেজিতে আরও ২-৩ টাকা বেড়ে আগের চেয়ে বেশি।
বছরের শুরুতে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৮৯ টাকা। পাম তেলের দাম বেড়েছে ১২ টাকা।
তবে কিছুটা স্বস্তি এসেছে আলু, ডিম ও মুরগির দামে। ব্রয়লার মুরগি বর্তমানে কেজিতে ১৬০-১৭০ টাকা এবং সোনালি মুরগি ২২০-২৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা ঈদের আগের চেয়ে অনেকটা কম।
সবজির দামের তালিকা অনুযায়ী:
ঝিঙা: ৮০-৯০ টাকা/কেজি
লাউ: ৭০-৮০ টাকা/পিস
বেগুন: ৮০-১২০ টাকা/কেজি
করলা: ৮০ টাকা/কেজি
পটোল: ৬০-৭০ টাকা/কেজি
চিচিঙ্গা: ৮০ টাকা/কেজি
শজনে: ১৪০-১৬০ টাকা/কেজি
ঢেঁড়স: ৮০ টাকা/কেজি
টমেটো: ৪০ টাকা/কেজি
বরবটি: ৬০-৮০ টাকা/কেজি
গাজর: ৫০-৬০ টাকা/কেজি
কাঁচা মরিচ: ১০০-১২০ টাকা/কেজি
পেঁপে ও দেশি শসা: ৫০-৬০ টাকা/কেজি
চালকুমড়া: ৬০ টাকা/পিস
শেওড়াপাড়ায় বাজার করতে আসা এক ভোক্তা মামুন বলেন, “নতুন করে কারসাজি শুরু হয়েছে। সরকারকে ব্যবস্থা নেওয়া উচিত।”