
ইতালি থেকে অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন (মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট—MRCA) কেনার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার লিওনার্দো এসপিএর সঙ্গে লেটার অব ইনটেন্ট (LOI) বা সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে জানানো হয়, বিমান বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান,
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো,
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল আহসান,
এছাড়া দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরাও অনুষ্ঠানে ছিলেন।
বিমান বাহিনী জানায়, এই LOI-এর আওতায় লিওনার্দো বাংলাদেশকে ইউরোফাইটার টাইফুন জঙ্গিবিমান সরবরাহ করবে। ভবিষ্যতে বিমানগুলো বাংলাদেশে এসে বিমান বাহিনীর মূল যুদ্ধবহরে (ফ্রন্টলাইন ফ্লিট) যুক্ত হবে।
এই যুদ্ধবিমানগুলো নতুন প্রজন্মের, অত্যাধুনিক প্রযুক্তির, এবং বহুমুখী সামরিক অভিযান পরিচালনায় সক্ষম।
বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও শক্তিশালী করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। মাল্টিরোল যুদ্ধবিমান সংগ্রহ সেই পরিকল্পনারই অংশ।
এর আগে গত এপ্রিলে সরকার ১১ সদস্যের একটি কমিটি গঠন করে, যার নেতৃত্বে ছিলেন বিমান বাহিনী প্রধান। তখন চীনের তৈরি ২০টি জে-১০ যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা চলছিল, যার সম্ভাব্য খরচ ছিল ২.২ বিলিয়ন ডলার।
‘ওয়ারপাওয়ারবাংলাদেশ ডট কম’-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে ২১২টি আকাশযান রয়েছে। এর মধ্যে ৪৪টি যুদ্ধবিমান।
এই LOI সইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধক্ষমতা বৃদ্ধির নতুন অধ্যায় শুরু হলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply