1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

মনোনয়ন না পেয়ে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, দ্বিতীয় দিনেও উত্তপ্ত বিভিন্ন জেলা

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা।

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন না পাওয়ায় শহীদুল আলমের সমর্থকরা বুধবার সড়কের পাশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছেন।

মাদারীপুর-১ (শিবচর) আসনে মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থী কামাল জামান মোল্লার সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে সতর্ক করেছেন—দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে এম এ হান্নানের সমর্থকরাও দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের অবরোধের কারণে দুপুরে ফরিদপুরের আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে।

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ তার সমর্থকরা বিকেলে রেলপথ অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

অন্যদিকে, মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত শ্রীনগর উপজেলা ডাকবাংলো ও এক্সপ্রেসওয়ের সনবাড়ী এলাকায় এ কর্মসূচি চলে।

এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী এবং শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মমীন আলী। তবে দল মনোনয়ন দিয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আবদুল্লাহকে। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে অন্য দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা বিক্ষোভে অংশ নেন।

মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকদের এসব আন্দোলনে স্থানীয় পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যদিও কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!