
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তান্ডবে শহীদ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাঘারপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞ ছিল বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের ইতিহাসে এক কালো অধ্যায়। অনতিবিলম্বে ওই দিনের খুনিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আব্দুল আলিম, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আব্দুল হাই, ও যুব সভাপতি মতিউর রহমান প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক রফিকুল ইসলাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply