1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

ইরানকে সহায়তার আশ্বাস পুতিনের, হামলাকে ‘অন্যায্য’ আখ্যা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, “আমরা ইরানি জনগণকে সাহায্য করার চেষ্টা করছি।” ইরানের ওপর সাম্প্রতিক হামলাকে তিনি ‘অপ্ররোচিত ও অন্যায্য’ হিসেবে উল্লেখ করেছেন।

সোমবার (২৩ জুন) মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন পুতিন। বৈঠকের শুরুতে টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে এই একতরফা আগ্রাসন পুরোপুরি অযৌক্তিক।”

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও এ হামলার নিন্দা জানিয়ে বলেন, “এ অঞ্চলে উত্তেজনার একটি নতুন ঢেউ দেখা দিয়েছে, এবং আমরা এ হামলায় গভীর দুঃখ প্রকাশ করছি।” পুতিন-আরাগচি বৈঠকের ঠিক আগেই সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট