1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

এপ্রিল মাসে রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ, এসেছে ২৭৫ কোটি ডলার

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫

২০২৫ সালের এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশে এক মাসে রেমিট্যান্স প্রবাহের দিক থেকে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা। গড়ে প্রতিদিন দেশে এসেছে ৯ কোটি ১৭ লাখ ডলারের বেশি, যা টাকায় ১,১১৯ কোটি টাকা।

রোববার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত বছরের একই মাসের তুলনায় (এপ্রিল ২০২৪) এবার রেমিট্যান্স বেড়েছে প্রায় ৭০ কোটি ডলার। গত এপ্রিলে দেশে এসেছিল ২০৪ কোটি ৪০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি অর্থবছর (২০২৪-২৫) জুলাই থেকে এপ্রিল পর্যন্ত প্রথম ১০ মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৪ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে (২০২৩-২৪) এসেছিল ১ হাজার ৯৯২ কোটি ডলার। ফলে বছরে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৮ দশমিক ৩০ শতাংশ, যা ডলারে প্রায় ৫৪২ কোটি।

ঈদের আগে রেকর্ড ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসার ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট