1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

এপ্রিলে ২১ দিনে রেমিট্যান্স ২৩ হাজার ৯৮৫ কোটি টাকা, প্রবাহ বেড়েছে ৪০%

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

চলতি এপ্রিল মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩ হাজার ৯৮৫ কোটি টাকা, যা ডলারে ১৯৬ কোটি ৬০ লাখ। প্রতিদিন গড়ে এসেছে ৯ কোটি ৩৬ লাখ ডলার। মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১৩৯ কোটি ৭০ লাখ ডলার। তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪০ দশমিক ৭০ শতাংশ।

এছাড়া, ২১ এপ্রিল একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ৮ কোটি ৫০ লাখ ডলার। চলতি অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত (২১ এপ্রিল পর্যন্ত) মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৩৭৫ কোটি ১০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৫২৮ কোটি ডলার বেশি।

উল্লেখ্য, ২০২৪ সালের মার্চে দেশে এক মাসে ইতিহাসের সর্বোচ্চ ৩২৮ কোটি ৯৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট