1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পর ফের চালু হিথ্রো বিমানবন্দর

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫

পার্শ্ববর্তী একটি বিদ্যুৎ স্টেশনে অগ্নিকাণ্ডের কারণে প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (২১ মার্চ) রাত থেকে পুনরায় চালু হয়েছে বিশ্বের অন্যতম প্রধান বিমানবন্দর, হিথ্রো। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত এই বিমানবন্দরটি বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিচিত।

শুক্রবার রাতে এক বিবৃতিতে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনা পুনরায় শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বিমানবন্দরের কর্মীবাহিনী এবং বিদ্যুৎ পরিষেবা কর্মীদের নিরলস পরিশ্রমের ফলে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা সম্ভব হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার দিনভর বিমানবন্দর বন্ধ থাকায় বিশ্বব্যাপী উড়োজাহাজ চলাচলের সময়সূচি ব্যাহত হয়। পরে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় সীমিত আকারে ফ্লাইট চলাচল শুরু হয়।

হিথ্রো বিমানবন্দর বিশ্বের প্রায় ৮০টি দেশের সঙ্গে সংযুক্ত। প্রতিদিন প্রায় ২ লাখ ৩০ হাজার যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন, যা বছরে ৮ লাখ ৩০ হাজারে পৌঁছায়।

বিমানবন্দর বন্ধ থাকায় ১ হাজার ৩০০টির বেশি ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল, এতে বিপাকে পড়েন অসংখ্য যাত্রী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট