
দালালের প্রলোভনে উন্নত জীবনের খোঁজে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়া চার তরুণীকে আটক করার পর পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কুড়িগ্রামের কচাকাটা থানার পূর্বকেদার সীমান্তের মেইন পিলার ১০১৫-এর সাব-পিলার ১৪-এস সংলগ্ন স্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
ফেরত আসা চার তরুণী—
আখি খাতুন (২০), মালিগাছা, পাবনা সদর
আদিবা আক্তার (২৩), বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
শিরিনা আক্তার (২৬), দুর্গাপুর, নেত্রকোনা
তাসমিয়া আক্তার (১৮), নড়িয়া, শরিয়তপুর
তারা সবাই ঢাকার বাড্ডা থানার নতুনবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনজন একটি বিউটি পার্লারে এবং একজন একটি গার্মেন্টসে কাজ করতেন।
আখি আক্তার জানান, জান্নাত নামের এক পরিচিত নারীর প্রলোভনে তারা কাউকে কিছু না জানিয়ে ২২ নভেম্বর সিলেটের জাফলং সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে পূর্বনির্ধারিত একটি প্রাইভেটকার তাদের তুলে নিয়ে আসামের রাজধানী গুয়াহাটিতে নিয়ে যায়। ২৩ নভেম্বর পুলিশ তাদের আটক করে।
আখি বলেন, “উন্নত জীবনের আশায় ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম।”
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কেদার কোম্পানি সদরের হাবিলদার শাহজাহান আলী; বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন রুস্তম ক্যাম্পের ইনস্পেক্টর ধিরেন্দ্র কুমার।
হাবিলদার শাহজাহান আলী জানান, বিএসএফ চার তরুণীকে বিজিবির জিম্মায় হস্তান্তর করেছে এবং পরে তাদের কচাকাটা থানায় সোপর্দ করা হয়েছে।
কচাকাটা থানার ওসি লুৎফর রহমান বলেন, চার তরুণীর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। প্রক্রিয়া শেষে তাদের পরিবারে হস্তান্তর করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply