1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

রোহিত শর্মার টেস্ট থেকে অবসর ঘোষণা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫

টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা। তবে ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি।

রোহিত তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “আমি জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য পরম সম্মানের ছিল। গত বছরগুলোতে আপনাদের সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করা চালিয়ে যাব।”

বোর্ডার-গাভাস্কার সিরিজে ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত। তখনই ধারণা করা হয়েছিল তিনি অবসর নিতে পারেন। তবে তখন বিদায় জানাননি। এদিকে ভারতের আসন্ন ইংল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে রোহিতকে দেখা যাবে কি না, তা নিয়েও শঙ্কা ছিল।

এই অনিশ্চয়তার মাঝেই আজ আচমকা টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট