ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ বিকেলে ভারতের অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভূটানের বিপক্ষে বড় জয় পায় লাল-সবুজের দল।
প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্রয়ের পর এই ম্যাচে হারলে কিংবা ড্র করলেও বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল, তবে তাকিয়ে থাকতে হতো অন্য ম্যাচের ফলাফলের দিকে। কিন্তু ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
ম্যাচের খতিয়ান
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ দল। মাত্র ১৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে বল পেয়ে প্রথম গোল করেন মুর্শেদ আলী। এরপর ২৮ মিনিটে দ্বিতীয় গোলেও অবদান রাখেন মুর্শেদ। তার পাস থেকেই আসে বাংলাদেশের দ্বিতীয় গোল।
গ্রুপ পরিস্থতি
দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে ভুটানকে হারালে মালদ্বীপের পয়েন্টও সমান হতে পারে, তবে সে ক্ষেত্রে গোল ব্যবধান হবে গ্রুপসেরা নির্ধারক। ফলে আগামী মঙ্গলবারের মালদ্বীপ-ভুটান ম্যাচে তীক্ষ্ম নজর রাখবে বাংলাদেশ, কারণ সেটাই নির্ধারণ করবে সেমিফাইনালের প্রতিপক্ষ।