1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ: টাইব্রেকারে ভারতের কাছে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। রুদ্ধশ্বাস ফাইনালে স্বাগতিক ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের দলকে।

রোববার (১৮ মে) ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়া গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত ফাইনালটি। খেলার শুরুতেই ছন্দপতনের শিকার হয় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই মাঝমাঠ থেকে নেওয়া ভারতের অধিনায়ক শামির একটি দূরপাল্লার ফ্রিকিক বাংলাদেশ গোলরক্ষক খান মুহাম্মদ নাবিল খানকে পরাস্ত করে জালে জড়ায়। গোলরক্ষকের অবস্থান নিয়ে ভুলের মাশুল দিতে হয় বাংলাদেশকে।

নির্ধারিত সময়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যায়। জয় আহমেদের তৃতীয় শটে টাইব্রেকারে স্কোর লাইন দাঁড়ায় ৩-১। তখন শিরোপা প্রায় হাতের নাগালে ছিল বাংলাদেশের। কিন্তু নাটকীয়তার তখনও অনেক বাকি। ভারতের তৃতীয় শটে ব্যবধান কমে দাঁড়ায় ৩-২।

চতুর্থ শট নিতে আসেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল, যিনি পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। নিজে তিনটি গোল করেছেন এবং করিয়েছেন আরও কয়েকটি। তবে তার নেওয়া শটটি পোস্টের উপর দিয়ে চলে যায়। ম্যাচে তখন উত্তেজনা তুঙ্গে।

ভারত চতুর্থ শটে সমতা ফেরায় (৩-৩), আর বাংলাদেশের পঞ্চম ও শেষ শট নিতে আসেন শাহীন আহমেদ। কিন্তু তার নেওয়া শটটি ভারতের গোলরক্ষক আটকে দেন। তখনই বাংলাদেশের পরাজয়ের শঙ্কা ভর করে। ভারতের পঞ্চম শটটি গোলকিপার মাহিন আটকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হন।

ফলে ৪-৩ ব্যবধানে টাইব্রেকারে জয় পায় ভারত, আর শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে স্বাগতিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট