জাতীয় নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “তফসিল ঘোষণার পর ৬০ দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
ইসি সানাউল্লাহ জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন, তারাই আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
প্রবাসী ভোটারদের বিষয়ে তিনি বলেন, “প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তবে তাদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।”
এ ছাড়া সেপ্টেম্বর মাস থেকে প্রবাসী ভোটারদের ভোটাধিকার ও পদ্ধতি সম্পর্কে অবহিতকরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান নির্বাচন কমিশনার।