1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

জাতীয় নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “তফসিল ঘোষণার পর ৬০ দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

ইসি সানাউল্লাহ জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন, তারাই আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

প্রবাসী ভোটারদের বিষয়ে তিনি বলেন, “প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তবে তাদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।”

এ ছাড়া সেপ্টেম্বর মাস থেকে প্রবাসী ভোটারদের ভোটাধিকার ও পদ্ধতি সম্পর্কে অবহিতকরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান নির্বাচন কমিশনার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!