1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

রণক্ষেত্রে পরিণত শাহবাগ

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

শাহবাগে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ করতে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে এ সংঘর্ষে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে, তবে পরীক্ষার্থীরা এখনও চারুকলার সামনে অবস্থান করছেন।

এর আগে পরীক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা জানান, সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। ইট-পাটকেল ছোড়ায় শাহবাগ থানার ওসি খালেদ মনসুরও আহত হন।

দীর্ঘদিন ধরে পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে পরীক্ষার্থীরা স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ নানা কর্মসূচি করে আসছেন। তারা রাজশাহী, খুলনা, ময়মনসিংহে রেলপথ ও ঢাকা–আরিচা মহাসড়কও অবরোধ করেছেন। তাদের দাবি, আগের বিসিএসগুলোতে পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে ১ বছর সময় পেয়েছেন কিন্তু এবার সময় অযৌক্তিকভাবে কম দেওয়া হয়েছে।

এদিকে পিএসসি জানিয়েছে, ২৭ নভেম্বর থেকে ঢাকাসহ আটটি কেন্দ্রে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আসনবিন্যাসসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!