
জুলাই মাসের গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তিনি ১৫ মাস আগে ওই অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে ভারতে পলাতক রয়েছেন। বাংলাদেশে তিনি প্রথম সাবেক সরকারপ্রধান, যাকে এই ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে।
অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আসামিরা যেদিন গ্রেফতার হবেন সেদিন থেকেই রায় কার্যকর হবে।
উল্লেখ্য, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই প্রতিষ্ঠিত হয়েছিল শেখ হাসিনার সরকার আমলে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার করতে। সেই ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতেই আওয়ামী লীগের শাসনামলে জামায়াতে ইসলামীর পাঁচজন শীর্ষ নেতা ও বিএনপির একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।
সেই আদালতই এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেই সর্বোচ্চ সাজা ঘোষণা করল।
সোমবার রায় ঘোষণা করেন তিন সদস্যের বিচারিক প্যানেল—
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার (চেয়ারম্যান)
বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ
বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply