
অভিনেতা আরিফিন শুভর নামে বরাদ্দ হওয়া রাজউকের একটি প্লট বাতিলের ঘটনায় তাঁর পাশে দাঁড়িয়েছেন নির্মাতা অনন্য মামুন।
২০২৩ সালে সংরক্ষিত কোটায় রাজউকের একটি ১০ কাঠার প্লট বরাদ্দ হয়েছিল আরিফিন শুভর নামে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনন্য মামুন নিজের ফেসবুকে শুভর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, “অবিচার হয়েছে আমার বন্ধুর সঙ্গে। বর্তমান সরকারকে অনুরোধ জানাই, শুভর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক।”
তিনি আরও লেখেন, “ছেলেটা প্রচণ্ড সৎ। শুভ, তোমার সঙ্গে আমি আছি। তোমার মতো সৎ ও সাহসী মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। নতুন কিছু হবে—তুমি এখন বলিউডের শিল্প।”
রাজউকের সংরক্ষিত কোটা ১৩/এ ধারায় এমন ব্যক্তিরা প্লট পান যাদের নিজস্ব ফ্ল্যাট বা জমি নেই এবং যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন—যেমন সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ বা সরকারি-বেসরকারি কর্মকর্তা।
এই ধারায় ২০২৩ সালের ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভার সিদ্ধান্তে উপপরিচালক (এস্টেট ও ভূমি) নায়েব আলী শরীফের স্বাক্ষরে শুভকে ওই প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। জানা যায়, বিতর্কিত ‘বঙ্গবন্ধু’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের স্বীকৃতি হিসেবেই এটি শুভকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
তবে প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়ে এখনো রাজউকের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে রাজউকের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। অন্যদিকে অনন্য মামুনের পোস্টের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে বিনোদন অঙ্গনে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply