1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

স্কাইপির শেষ অধ্যায়: ২২ বছরের সফরের পর আজ বন্ধ হচ্ছে জনপ্রিয় অ্যাপটি

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫

এক যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষকে যুক্ত রাখার অ্যাপ স্কাইপি আজ সোমবার (৫ মে, ২০২৫) আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে।

২০০৩ সালে যাত্রা শুরু করা স্কাইপি ছিল বিনামূল্যে ভয়েস ও ভিডিও কলের পথিকৃৎ। ব্যক্তিগত ও পেশাদার যোগাযোগ, এমনকি আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে এটি ছিল এক সময়ের নির্ভরযোগ্য মাধ্যম।

২০১১ সালে মাইক্রোসফট ৮.৫ বিলিয়ন ডলারে স্কাইপি কিনে নেয়। তবে সময়ের সাথে হোয়াটসঅ্যাপ, জুম এবং মাইক্রোসফটের নিজস্ব Teams অ্যাপ জনপ্রিয়তা পাওয়ায় স্কাইপি ধীরে ধীরে গুরুত্ব হারায়।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে মাইক্রোসফট ঘোষণা করে, ২০২৫ সালের ৫ মে থেকে স্কাইপি আর ব্যবহার করা যাবে না। পরিবর্তে তারা Teams-কে যোগাযোগ ও সহযোগিতার নতুন কেন্দ্রবিন্দু করতে চায়।

স্কাইপি ব্যবহারকারীরা আগের চ্যাট, কনট্যাক্ট ও হিস্টোরি Teams-এ সহজেই স্থানান্তর করতে পারবেন। Teams-এ স্কাইপির ই-মেইল ও পাসওয়ার্ড ব্যবহার করলেই লগইন সম্ভব।

skype.com-এ “Start using Teams” ফিচার ব্যবহার করে রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

মাইক্রোসফট জানিয়েছে, জানুয়ারি ২০২৬-এর মধ্যে স্কাইপির সকল ডেটা ডাউনলোড করে নেওয়ার সুযোগ থাকবে। এরপর স্থায়ীভাবে মুছে ফেলা হবে সার্ভার থেকে।

স্কাইপি শুধু একটি অ্যাপ ছিল না, বরং ছিল একটি যুগের অংশ। বিশেষ করে করোনার আগ পর্যন্ত রিমোট কমিউনিকেশনের প্রধান মাধ্যম হিসেবে এটি অনেকের জীবনঘনিষ্ঠ হয়ে উঠেছিল। বিদায়ের দিনে ব্যবহারকারীরা আবেগভরে স্মরণ করছেন এই প্রযুক্তি সঙ্গীকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট