
হাইকোর্টের নির্দেশ অনুসারে দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক ভ্যাকসিন ‘অ্যান্টিভেনম’ পাঠানোর নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
শনিবার (৮ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক আসরাফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ জারি করা হয়।
এর আগে চলতি বছরের ১৮ আগস্ট হাইকোর্ট এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ দেন। সে সময় আদালত স্বাস্থ্য ও পরিবারকল্যাণসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)-কে এই নির্দেশ বাস্তবায়নের জন্য বিবাদী করে আদেশ জারি করেন।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। একই সঙ্গে নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ২৮ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল।
এর আগে, গত ১৭ আগস্ট সাপের কামড়ের পর চিকিৎসায় অ্যান্টিভেনমের প্রাপ্যতা নিশ্চিত করতে দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply