
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা যাতে নিরাপদে নিজ নিজ এলাকায় ফিরতে পারেন—সে উদ্দেশ্যে বিভাগীয় শহরগুলোর দিকে বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে জানান, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালুর প্রক্রিয়া চলছে। তিনি শিক্ষার্থীদের কাছে অনুরোধ করেন—কোন অঞ্চলের জন্য চাহিদা বেশি, তা জানাতে।
গণমাধ্যমকে আসিফ আব্দুল্লাহ বলেন, সোমবার (২৪ নভেম্বর) দুপুরের পর থেকেই বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালু করা হবে। শিক্ষার্থীদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী বাস বরাদ্দ দেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply