
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার চিরশান্তি কামনায় ঝিনাইদহে একটি বিশেষ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ জেলা শহরের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে এই প্রার্থনার আয়োজন করা হয়। পূজা উদ্যাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং পূজা উদ্যাপন পরিষদের যৌথ উদ্যোগে এ বিশেষ ধর্মীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সদস্য সচিব সমীর কুমার হালদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহল্লাদ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্তসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর দীর্ঘদিনের আন্দোলন, ত্যাগ ও সংগ্রামী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা প্রয়াত এই জাতীয় নেত্রীর আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply