
যশোর জেনারেল হাসপাতাল এলাকা থেকে রাইফেলের গুলি ও ছোরা-সহ আটক খুলনার দিঘলিয়ার সেনহাটি মসজিদপাড়ার বাসিন্দা রাসেল মুন্সি (পিতা: সবুর মুন্সি) এর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। তদন্তে জানা গেছে, তার বিরুদ্ধে পাঁচটি পূর্ববর্তী মামলাও রয়েছে।
যশোর কোতোয়ালি থানার এসআই শাহিনুর রহমান জানান, বুধবার হাসপাতালের সামনে থেকে রাসেলকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে একটি থ্রি-রাইফেলের গুলি, একটি ছোরা এবং আরও কয়েকটি সরঞ্জাম জব্দ করা হয়।
এসআই আরও জানান, রাসেল এলাকার চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত। তিনি কোন উদ্দেশ্যে যশোরে এসেছিলেন—তা খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে যশোর কারাগারে প্রেরণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply