
ইসলামি শিক্ষা প্রসারে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের তালিমের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। দায়িত্বে থাকা সময়টুকুতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
ড. আ ফ ম খালিদ হোসেন আরও জানান, ইমাম, আলেম এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য সরকার স্কলারশিপ প্রদান করবে। পাশাপাশি বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ ও মনির হায়দার উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply