1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশে সেবা চালুর অনুমোদন পেল স্টারলিংক, মে মাসেই শুরু হতে পারে কার্যক্রম

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দানকারী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক এখন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরুর অনুমতি পেয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ, লিমিটেডকে দুটি লাইসেন্স হস্তান্তর করে।

বিটিআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টারলিংককে ১০ বছরের জন্য “ননজিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স” এবং “রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স” দেওয়া হয়েছে।

প্রথম লাইসেন্সটির মাধ্যমে বাংলাদেশে স্টারলিংক তাদের ইন্টারনেট সেবা চালু করতে পারবে। দ্বিতীয় লাইসেন্সের আওতায় তারা তরঙ্গ ব্যবহার, বেতার যন্ত্র আমদানি ও সেগুলোর ব্যবহার করতে পারবে।

স্টারলিংকের লাইসেন্স অনুমোদন দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরপর ডাক ও টেলিযোগাযোগবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, মে মাসের মাঝামাঝি সময়েই বাংলাদেশে স্টারলিংকের সেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতে করে বিশ্বের অন্যতম দ্রুতগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা পাওয়া যাবে বাংলাদেশে, যা দেশের দুর্গম ও অনগ্রসর এলাকায় ইন্টারনেট সুবিধা পৌঁছাতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট