1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন: বাংলাদেশ ব্যাংক গভর্নর

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তায় ৮০০ থেকে ৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ সোমবার (৭ এপ্রিল) রাজধানীতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে শুরু হওয়া চারদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের এক সেমিনারে তিনি এ তথ্য জানান।

গভর্নর বলেন, “এই তহবিল শুধুমাত্র নতুন উদ্যোক্তাদের জন্য বরাদ্দ। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে অর্থ বিতরণ করা হবে। খুব শিগগিরই এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ এখন শুধু ব্যবসার নয়, বিনিয়োগের জন্যও একটি উপযুক্ত গন্তব্য। ৯৫ শতাংশ স্টার্টআপ ব্যর্থ হলেও আমরা তাদের পাশে আছি, কারণ একদিন তারা সফল হবেই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট