
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা তাদের চলমান কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেছেন। এর ফলে আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারা দেশে নিয়মিত সূচি অনুযায়ী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আর্থিক সুবিধা, পদোন্নতিসহ চার দফা দাবিতে শিক্ষকরা গত সোমবার থেকে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে কর্মসূচি শুরু করেন। এর প্রভাবে ঢাকাসহ দেশের অধিকাংশ বিদ্যালয়ে গতকাল ও আজ বার্ষিক পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতি জানায়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা এবং শিক্ষাজীবনকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা তাদের দায়িত্ব। তাই দেশের সব বিদ্যালয়ে নির্বিঘ্নে বার্ষিক পরীক্ষা গ্রহণে সহযোগিতার আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমিতির ন্যায্য চার দফা দাবির দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করা হচ্ছে। যাতে ভবিষ্যতে কোনোভাবেই শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে।
মাধ্যমিক শিক্ষকদের চার দফা দাবি:
১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করা—নবম গ্রেডসহ পদসোপান ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ।
২. শূন্য পদে নিয়োগ ও পদোন্নতি দ্রুত কার্যকর করা—বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদগুলোতে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন সম্পন্ন করা।
৩. বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান—সুপ্রিম কোর্টের রায়ের আলোকে মঞ্জুরি আদেশ জারি।
৪. অগ্রিম বেতন সুবিধা ও ইনক্রিমেন্ট পুনর্বহাল—২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের ২ থেকে ৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বেতন সুবিধা বহাল এবং গেজেট প্রকাশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply