
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বাঙলা কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে বুধবারের জন্য ঘোষিত অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়।
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার থেকে আন্দোলন চলবে লাগাতারভাবে। রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে সমন্বিত সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ।
তিনি বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।
মাসুম বিল্লাহ আরও বলেন, বুধবারের কর্মসূচি শেষ হলেও আন্দোলনের মূল দাবি থেকে শিক্ষার্থীরা একচুলও সরে আসবে না।
এর আগে বুধবার রাজধানীর সায়েন্স ল্যাব, তাঁতীবাজার ও টেকনিক্যাল মোড় অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।
এদিকে ফার্মগেট এলাকায় সড়ক ছেড়ে দেওয়ায় তেজগাঁও কলেজের আশপাশে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, সহপাঠী সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুধবার দুপুরে ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেছিলেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply