1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ ও কর্মসূচি

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

সোমবার, ৭ এপ্রিল ২০২৫ তারিখে, গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে অংশ নেন। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ঢাকা মেডিকেল কলেজসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। বাড্ডা, মিরপুর-১২, বারিধারা, নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকায় কর্মসূচি অনুষ্ঠিত হয়। মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভ হয়।

শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনে যা হচ্ছে তা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ। তারা বাংলাদেশ সরকার ও মুসলিম বিশ্বকে এই গণহত্যার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান। একইসাথে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ও একই ঘোষণা দিয়েছে।

ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন ছাত্র সংগঠনও এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নিয়েছে। ছাত্রদল ৮ এপ্রিল (মঙ্গলবার) সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। সকাল ১০:৩০টায় মুখে কালো কাপড় বেঁধে অবস্থান এবং দুপুর ১২টায় কেন্দ্রীয় বিক্ষোভ সমাবেশের আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট