1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ প্রতীকধর্মী নাটক ‘ডেথ নক’

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উদ্যোগে মঞ্চস্থ হয়েছে প্রতীকধর্মী নাটক ‘ডেথ নক’। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া হায়দার থিয়েটার ল্যাব-এ নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

নাটকটি নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষার্থী মো. শাহিন আলম। মৃত্যুর অনিবার্যতা, সময়ের অনিশ্চয়তা ও মানুষের অস্তিত্ববোধকে কেন্দ্র করে নির্মিত এই নাটকে রহস্যময় এক আগন্তুকের আগমনকে ঘিরে মানুষের ভয়, অপরাধবোধ ও আত্মসত্তা অন্বেষণের দার্শনিক বয়ান ফুটে উঠেছে।

প্রদর্শনী দেখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্দেশক মো. শাহিন আলম বলেন,

‘ডেথ নক’ আমার কাছে শুধু একটি নাটক নয়, এটি এক আত্মসমালোচনার যাত্রা। আমরা প্রতিদিন জীবনের ব্যস্ততায় মৃত্যুর অবশ্যম্ভাবিতাকে ভুলে যাই। এই নাটকের মাধ্যমে আমি দর্শককে সেই অজানা মুহূর্তের সামনে দাঁড় করাতে চেয়েছি, যেখানে জীবন, সময় ও মৃত্যু—তিনটি রেখা এক বিন্দুতে এসে মিলে যায়।

তিনি আরও যোগ করেন,

আমার সহশিল্পী, দলীয় সদস্য ও দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের ভালোবাসা ও অংশগ্রহণই এই প্রযোজনাকে জীবন্ত করেছে। নাটকটি মনে করিয়ে দেয়—প্রত্যেক ‘নক’ হয়তো শেষ নয়, বরং নতুন কোনো উপলব্ধির দরজা খোলার আহ্বান।

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের এই প্রযোজনা সৃজনশীলতা, মঞ্চনির্মাণ ও ভাবধারার দিক থেকে এক অনন্য উদ্যোগ। তাদের বিশ্বাস, এ ধরনের নাট্যচর্চা বাংলাদেশের নাট্যাঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!