1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

টি-টোয়েন্টির নতুন যুগে বাংলাদেশ: লিটন দাসের নেতৃত্বে আরব আমিরাত মিশন

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫

বাংলাদেশ আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এই ম্যাচের মাধ্যমে স্থায়ীভাবে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিজের যাত্রা শুরু করবেন লিটন কুমার দাস। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ মেহেদী। বলা যায়, টি-টোয়েন্টিতে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ দল।

সামনে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ আছে। তার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই সিরিজটি নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ হয়ে এসেছে। যদিও প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল, তারপরও এ সিরিজ নিয়ে টাইগার সমর্থকদের মধ্যে এক ধরনের উত্তেজনা রয়েছে।

বাংলাদেশ দলের স্কোয়াডে পাঁচজন টপ-অর্ডার ব্যাটসম্যান রয়েছে, যাদের সবাইকে প্রথম চার পজিশনে জায়গা দিতে হবে। সম্ভাব্য উদ্বোধনী জুটি হতে পারে তানজিদ হাসান ও সৌম্য সরকার। এরপরের ব্যাটিংয়ে নামতে পারেন অধিনায়ক লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন এখনও প্রস্তুতির ধাপে থাকায় তার জন্য অপেক্ষা করতে হতে পারে।

নিজের অধিনায়কত্বের শুরুটা ভালোভাবে করতে দৃঢ়প্রতিজ্ঞ লিটন দাস। এ নিয়ে তিনি বলেন, “এই দুই ম্যাচ থেকে প্রথম লক্ষ্য থাকবে দুইটি ম্যাচই যেন জিততে পারি। একইসঙ্গে চাইব, আমরা যেসব জায়গা নিয়ে কিছুদিন ধরে কাজ করছি, সেগুলো পূর্ণভাবে প্রয়োগ করতে পারি।”

তিনি আরও যোগ করেন, “ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। সংযুক্ত আরব আমিরাতের দল তাদের মাঠে সবসময় খেলে, তাই এই কন্ডিশন সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। একইসঙ্গে আমাদের দলও অনেক ভালো। আমরা চেষ্টা করব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলার।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!