1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন

‘তাণ্ডব’-এ শাকিব খানের নায়িকা কে? সাবিলা নূর কি থাকছেন না?

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

ঈদুল আযহায় মুক্তি পেতে চলেছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। তবে তার বিপরীতে কে থাকছেন, তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা।

গুঞ্জন ছিল, ছোট পর্দার তারকা সাবিলা নূর হতে পারেন নায়িকা। কিন্তু সাম্প্রতিক খবরে জানা গেছে, তিনি আর এই সিনেমায় কাজ করছেন না। ৮ এপ্রিল নির্ধারিত শুট বাতিল হয়েছে বলেও জানিয়েছে একটি সূত্র। তবে কেন তিনি থাকছেন না, সে বিষয়ে নিশ্চিত কিছু বলা হয়নি।

পরিচালক রায়হান রাফী বিষয়টি নিয়ে বলেন, ‘আমরা এখনো নায়িকা সম্পর্কে কিছু ঘোষণা দেইনি, তাই কাউকে বাদ দেওয়া নিয়েও কিছু বলছি না।’

ছবিতে বিশেষ চরিত্রে থাকছেন জয়া আহসান। আর মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিওতে দেখা যেতে পারে ঢালিউডের আরেক জনপ্রিয় অভিনেতাকে।

‘তাণ্ডব’-এর গল্প রচিত হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে। কাহিনি রচনা করেছেন রায়হান রাফী নিজেই, আর চিত্রনাট্যে তাকে সহায়তা করেছেন আদনান আদিব খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট