1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

নির্বাচনের আগে দেশে ফিরছেন তারেক রহমান, গুলশানে প্রস্তুত নতুন বাসভবন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট হলেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে রাজধানীর গুলশানের এভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে ওঠার কথা রয়েছে তার।

জানা গেছে, বিচারপতি আবদুস সাত্তার সরকারের আমলে দেড় বিঘা জমির ওপর নির্মিত এই বাড়িটি বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। বাড়িটিতে তিন বেডরুম, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুলসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। যদিও এতদিন এটি তার দখলে থাকলেও বাড়ির নামজারি হয়নি। ২০২৫ সালের ৪ জুন অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়ার হাতে বাড়ির নামজারির কাগজ তুলে দেয়।

বাড়িটি একসময় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সিইও-র ভাড়া বাসা ছিল। ছয় মাস আগে তারা বাড়িটি ছেড়ে দিলে প্রয়োজনীয় সংস্কার শেষে এখন এটি তারেক রহমানের বসবাসের জন্য প্রস্তুত করা হয়েছে। তার স্ত্রী ডা. জোবাইদা রহমানও লন্ডনে ফেরার আগে বাড়িটি পরিদর্শন করেছেন।

এই বাড়িটি গুলশানের খালেদা জিয়ার বর্তমান বাসভবন ‘ফিরোজা’র পাশেই অবস্থিত। উল্লেখযোগ্যভাবে, এর বাইরে সেনানিবাসে প্রায় ৯ বিঘা জমির ওপর নির্মিত আরেকটি বাড়িও খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই বরাদ্দ বাতিল করে। আদালতের মাধ্যমে ২০১০ সালের ডিসেম্বরে তাকে উচ্ছেদ করা হয়। পরে তিনি কিছুদিন ভাই শামীম এস্কান্দারের বাড়িতে থেকে ২০১২ সালের ২১ এপ্রিল গুলশানের ‘ফিরোজা’য় ওঠেন।

ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমান গ্রেফতার হন। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখানেই স্থায়ীভাবে অবস্থান করছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন, তারেক রহমানের দেশে ফেরার পথে এখন আর কোনো আইনি বা প্রশাসনিক বাধা নেই।

নির্বাচনের সময় ঘনিয়ে এলে এবং তারিখ নিশ্চিত হলে তারেক রহমানের দেশে ফেরা এখন সময়ের অপেক্ষা মাত্র।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!