
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা চার দফা দাবিতে আজ সোমবার থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন। কর্মসূচির অংশ হিসেবে তারা চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখবেন। ২৪ নভেম্বর শুরু হওয়া এই পরীক্ষা আপাতত স্থগিত থাকবে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে ঘোষিত এ কর্মসূচি সম্পর্কে সংগঠনের এক নেতা জানিয়েছেন, সরকার যদি দাবি মানে, তাহলে শুক্র ও শনিবার পরীক্ষাগুলো গ্রহণ করা হবে এবং ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে; তবে দাবি পূরণ না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে।
মাধ্যমিক শিক্ষকদের চার দফা দাবির মধ্যে রয়েছে—সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত বাস্তবায়ন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ প্রদান এবং ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা পুনর্বহাল করে গেজেট প্রকাশ।
সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশাগত মর্যাদা ও বেতন-ভাতাসংক্রান্ত চার দফা দাবির বিষয়ে গত দুই দিন ধরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি চললেও কোনো সুরাহা হয়নি। ফলে আজ থেকে তারা লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply