
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট (সকল) ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে চাঁদপুরে চার ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এ কর্মসূচি চলে।
কর্মবিরতির ফলে হাসপাতালের প্যাথলজি বিভাগ ও ঔষধ কাউন্টারে ভিড় বেড়ে যায় এবং রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। চরাঞ্চল থেকে আসা রোগীরা জানান, প্রয়োজনীয় টেস্ট করতে না পারায় তাদের আবার পরদিন হাসপাতালে ফিরতে হবে।
পেশাজীবীরা বলেন, রোগ নির্ণয়, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, প্যাথলজি পরীক্ষা, রেডিওথেরাপি, ফিজিওথেরাপি ও ঔষধ ব্যবস্থাপনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা যোগ্যতা একই হলেও অন্যান্য ডিপ্লোমা পেশাজীবীদের মতো তাদের ১০ম গ্রেড এখনো বাস্তবায়িত হয়নি।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি আ. মালেক মিয়াজী জানান, সারাদেশে একই সময় কর্মবিরতি পালন হয়েছে। দাবিগুলো বাস্তবায়িত না হলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন পালন করা হবে। রোগীদের অসুবিধার কারণে তিনি দুঃখ প্রকাশ করেন।
এসময় সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply