ইনস্টাগ্রামের পর এবার ফেসবুক ও মেসেঞ্জারেও ‘টিন অ্যাকাউন্ট’ চালু করছে মেটা। এই নতুন ফিচারের মাধ্যমে ১৩ থেকে ১৫ বছর বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্টে’ রূপান্তরিত হবে, যেখানে থাকবে অভিভাবকদের পূর্ণ নিয়ন্ত্রণ।
মেটা জানিয়েছে, এই পরিবর্তনের ফলে টিন অ্যাকাউন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রাইভেট হয়ে যাবে। ফলে টিনএজাররা অপরিচিতদের সঙ্গে যোগাযোগ করতে বা প্রাইভেসি সেটিংস পরিবর্তন করতে পারবে না—এর জন্য লাগবে অভিভাবকের অনুমতি।
অভিভাবকরা স্ক্রিন টাইম, বন্ধু তালিকা ও মেসেজিং অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করতে পারবেন। মূলত টিনএজারদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
গত বছর ইনস্টাগ্রামে চালু হওয়া এই ফিচারে প্রায় ৫ কোটি ৪০ লাখ টিন ব্যবহারকারী অন্তর্ভুক্ত ছিল। ইনস্টাগ্রামে সম্প্রতি যুক্ত হয়েছে আরেকটি নতুন নিরাপত্তা ব্যবস্থা—১৬ বছরের নিচে কেউ লাইভ স্ট্রিম করতে চাইলে, তার জন্যও অভিভাবকের অনুমতি প্রয়োজন।
তবে এই পদক্ষেপগুলো নিয়ে কিছু সংশয়ও রয়ে গেছে। বিশেষজ্ঞ ও সমালোচকরা বলছেন, কেবল ফিচার চালু করলেই সমস্যার সমাধান হবে না, এসব কার্যকরভাবে বাস্তবায়ন করাও জরুরি। এরই মধ্যে মেটা টিনএজারদের ওপর নেতিবাচক প্রভাব এবং তথ্য নিরাপত্তা নিয়ে একাধিক আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছে।