রোদ-বৃষ্টির লুকোচুরি খেলায় সিলেট টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৪৪ ওভার। এমন খণ্ডিত দিনে ৬ উইকেট হাতে রেখেও স্বস্তিতে নেই বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসে এখনো লিড মাত্র ১১২ রানের। মেহেদী হাসান মিরাজের কাঙ্ক্ষিত ৩৫০–৪০০ রানের লক্ষ্য থেকে এটি অনেকটাই কম।
দিন শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন মুমিনুল হক। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে ৩০০ রান করতে পারলে সেটাই হবে ভালো লক্ষ্য। তাঁর ভাষায়, ‘৩০০ হলে খুব ভালো। সেটা না হলে ২৭০ থেকে ২৮০–এর ওপরে। ৩০০ হলে আমরা ভালো জায়গায় থাকব।’
তিন দিনের শেষে বাংলাদেশের ইনিংসে অপরাজিত রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৬০) ও জাকের আলী (২১)। মুমিনুল জানিয়েছেন, এই জুটি ছাড়াও দলের টেলএন্ডারদের ওপরও আস্থা রয়েছে তাঁর। তিনি বলেন, ‘শান্ত, জাকেরের পরে আমাদের টেলএন্ডে যারা রয়েছে, তাইজুল এরপর হাসান—তারাও ব্যাটিং করতে পারে। এ জন্যই বিশ্বাসটা বেশি।’
বাংলাদেশের লক্ষ্য এখন ইনিংসটিকে ৩০০ রানের কাছাকাছি নিয়ে যাওয়া, যেন জিম্বাবুয়েকে চাপে ফেলা যায় শেষ ইনিংসে।