1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা: জাতিসংঘ সমর্থিত আইপিসি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

গাজা উপত্যকায় দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ সমর্থিত সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন (আইপিসি)।

সংস্থাটির এক সাম্প্রতিক পর্যালোচনায় বলা হয়েছে, “বিভিন্ন প্রমাণে দেখা যাচ্ছে যে গাজায় ব্যাপক অনাহার, অপুষ্টি ও রোগবালাইয়ের কারণে ক্ষুধাজনিত মৃত্যুর হার বাড়ছে।”

পর্যালোচনায় আরও জানানো হয়, গাজার বেশিরভাগ অংশ ইতোমধ্যে দুর্ভিক্ষের সীমায় পৌঁছেছে, বিশেষ করে গাজা সিটিতে মারাত্মক অপুষ্টির প্রমাণ মিলেছে।

আইপিসি হলো জাতিসংঘ, বিভিন্ন সরকার ও সাহায্য সংস্থাগুলোর যৌথ উদ্যোগ, যারা বিশ্বজুড়ে দুর্ভিক্ষ পরিস্থিতি চিহ্নিত ও বিশ্লেষণ করে।

এর আগে গত মে মাসে সংস্থাটি জানিয়েছিল, গাজার প্রায় ২১ লাখ মানুষ ‘চরম খাদ্য নিরাপত্তাহীনতায়’ রয়েছে এবং ‘গুরুতর দুর্ভিক্ষঝুঁকিতে’ পড়েছে।

তবে আইপিসি বলেছে, তারা এখনই গাজায় আনুষ্ঠানিকভাবে ‘দুর্ভিক্ষ’ ঘোষণা দিচ্ছে না। বরং দ্রুত সময়ের মধ্যে আরও বিশ্লেষণ ও পর্যবেক্ষণ চালিয়ে যাবে।

সূত্র: বিবিসি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!