
পুরনো বন্দোবস্তের ভিত্তিতে নতুন বাংলাদেশে প্রহসনের কোনো নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে জনগণ তা প্রতিরোধ করবে বলে সতর্ক করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান। তিনি বলেন, “সংসদের উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচন দিতে হবে—এর বিকল্প কোনো ব্যবস্থা জনগণ মেনে নেবে না।”
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কর্মসূচিতে বক্তারা আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও গণভোট আয়োজন, পিআর পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, এবং স্বৈরাচারী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচারসহ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।
মাকসুদুর রহমান বলেন, “জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে গেজেট আকারে প্রকাশ করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে। পিআর পদ্ধতি এখন গণদাবিতে পরিণত হয়েছে। জনগণের এ দাবি উপেক্ষা করা যাবে না।”
তিনি আরও বলেন, “৫৪ বছরের ব্যর্থ পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পুরনো ব্যবস্থায় ভোট আয়োজনের চেষ্টা করলে জনগণ তা রুখে দেবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে।”
মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, যুবনেতা মাওলানা ইমরান হোসাইন, শ্রমিক নেতা মুহাম্মদ মুহিব্বুল্লাহ, সদর যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply