1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

রাজধানীর বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের গন্ধ, তিতাস বলছে আতঙ্কের কিছু নেই

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

শনিবার (২৫ অক্টোবর) রাত থেকেই কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাসানটেক ও দক্ষিণখানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান জানান, বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে পাইপলাইনে এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যার কারণে বাতাসে গ্যাসের মতো গন্ধ ছড়াতে পারে।

তিনি আরও বলেন, “কোথাও পাইপলাইনে লিকেজ হলেও এমন গন্ধ পাওয়া সম্ভব। তবে নাগরিকদের আতঙ্কিত হওয়ার দরকার নেই। কেউ যদি নির্দিষ্ট এলাকায় এমন গন্ধ টের পান, তাহলে তিতাসের হেল্পলাইনে যোগাযোগ করুন। আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।”

এর আগে শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনাও ঘটে। এতে শহরজুড়ে নিরাপত্তা ও অবকাঠামোগত ঝুঁকি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!