
তীব্র ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবনের সানশেড ভেঙে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় আরমানিটোলার কসাইটুলি এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি বাংলানিউজকে জানিয়েছেন, কসাইটুলির একটি বাড়ির সানশেড ভেঙে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন, আরেকজন হাসপাতালে মারা গেছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, পুরান ঢাকার কসাইটুলির পাশাপাশি কলাবাগান ও সুত্রাপুর এলাকায় কয়েকটি বাড়ি আংশিক হেলে পড়েছে। তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপর রয়েছে, তবে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
ভূমিকম্পটি শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার দূরে, নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পটির উৎপত্তি ঘটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply