1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

টঙ্গীতে উন্মুক্ত ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু, ৩৬ ঘণ্টা পর উদ্ধার মরদেহ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে উন্মুক্ত ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (২৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে টঙ্গীর শালিকচুড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফারিয়া চুয়াডাঙ্গা পৌরসভার মসজিদ পাড়ার বাসিন্দা ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় থেকে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। রোববার রাত ৯টার দিকে ওষুধ সরবরাহের কাজে টঙ্গী হাসপাতালে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা একটি ম্যানহোলে পড়ে যান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী ইম্পেরিয়াল হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে ম্যানহোলটি খোলা ছিল। সেখানে কোনো স্লাব বা সতর্কতামূলক চিহ্ন ছিল না। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন উদ্ধার অভিযান শুরু করলেও প্রায় ৩৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হয়।

নিহতের ভাই শোভন জানান, সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে বোনের জুতা দেখে নিশ্চিত হন তিনি।

স্থানীয়রা অভিযোগ করেন, ব্যস্ত সড়কের পাশে খোলা ড্রেন ফেলে রাখার দায় প্রকল্প সংশ্লিষ্টদের। তাদের অবহেলাই এই মৃত্যুর জন্য দায়ী।

ফায়ার সার্ভিস জানায়, যে ড্রেনে পড়ে যান ফারিয়া, তার পানি সরাসরি শালিকচুড়া বিলে গিয়ে পড়ে। সেখানেই তার মরদেহ পাওয়া যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!