1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশকে দেওয়া ট্রান্স-শিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ভারত বাংলাদেশের জন্য দেওয়া দীর্ঘদিনের ট্রান্স-শিপমেন্ট সুবিধা বাতিল করেছে। এখন থেকে ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর ও বিমানবন্দর হয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করা আর সম্ভব হবে না।

৮ এপ্রিল (মঙ্গলবার) ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগ এক বিজ্ঞপ্তি জারি করে এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের ২৯ জুনের সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে, আগের সার্কুলারের আওতায় ইতোমধ্যে ভারতে প্রবেশ করা বাংলাদেশি কার্গোগুলোকে ভারতীয় ভূখণ্ড ত্যাগ করার অনুমতি দেওয়া হতে পারে।

পটভূমি:

২০২০ সালের জুনে ভারত বাংলাদেশকে ট্রান্স-শিপমেন্টের এই বিশেষ সুবিধা প্রদান করে, যার ফলে বাংলাদেশ সহজেই ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো তৃতীয় দেশে পণ্য রপ্তানি করতে পারত। এই সুবিধা বাংলাদেশের জন্য বাণিজ্য প্রবাহকে আরও মসৃণ ও ব্যয়সাশ্রয়ী করেছিল।

তবে সম্প্রতি ভারতের একাংশ—বিশেষ করে দেশটির পোশাক খাতের রপ্তানিকারকরা—এই সুবিধা বাতিলের দাবি জানায়। তাদের অভিযোগ ছিল, এই সুযোগের ফলে বাংলাদেশ প্রতিযোগিতামূলক সুবিধা পাচ্ছে এবং এতে ভারতের শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI) জানায়, বাংলাদেশের এই সুবিধা প্রত্যাহারের দাবি বহুদিন ধরেই ভারতের রপ্তানিকারক মহলে উঠছিল, যা শেষ পর্যন্ত নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার বাস্তবায়ন করল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট