1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: চার দিন পর ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে ‘এফবি সাগরকন্যা’ নামের একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। সমুদ্রে চার দিন ভেসে থাকার পর ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন আরও ৬ জন।

গত শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে গভীর সাগরে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। মহিপুর থেকে ১৫ জেলে নিয়ে ট্রলারটি সাগরে যায়। শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে পৌঁছে জাল ফেলতেই হঠাৎ ঝড় ও প্রবল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ডুবে যায়।

উদ্ধার হওয়া জেলেদের ভাষ্য মতে, ডুবে যাওয়ার সময় প্রথমে একজন স্রোতে ভেসে যায়। এরপর বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভেসে থাকতে থাকতে আরও পাঁচজন নিখোঁজ হন। বাকিরা কোনোভাবে ভেসে থেকে সোমবার রাতে শেষ বয়া এলাকায় পৌঁছান। পরে দুটি মাছধরা ট্রলার তাদের উদ্ধার করে। আহতদের মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

নিখোঁজ জেলেরা হলেন: আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, ট্রলার মালিক কিশোর হাওলাদার ২৬ জুলাই একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!