
ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে অস্ত্রভর্তি একটি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর ‘অপারেশন বনলতা’ অভিযানে ডগ স্কোয়াডসহ বিশেষ তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, সেনাবাহিনীর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। উদ্ধার হওয়া অস্ত্রের সঠিক সংখ্যা ও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানান।
রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ট্রলি ব্যাগ থেকে ৮টি পিস্তল, ১৪টি ম্যাগজিন এবং ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
জানা গেছে, রোববার ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বনলতা এক্সপ্রেস। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন (শুক্রবার ছাড়া) ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলাচল করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply