1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প ও ইলন মাস্কবিরোধী বিক্ষোভ, ছড়িয়ে পড়েছে ইউরোপেও

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। একইসঙ্গে ইউরোপের বিভিন্ন দেশেও ট্রাম্পবিরোধী আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে প্রায় ১,২০০টি বিক্ষোভ সমাবেশ আয়োজনের পরিকল্পনা ছিল। বিক্ষোভের মূল কেন্দ্রস্থল ছিল রাজধানী ওয়াশিংটন ডিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, সেদিন ওয়াশিংটনের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টি হচ্ছিল। এমন আবহাওয়ার মধ্যেও হাজার হাজার বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে জড়ো হতে শুরু করেন। কানেটিকাট অ্যাভিনিউয়ে দেখা যায়, বিক্ষোভকারীরা লাইনে দাঁড়িয়ে রয়েছেন ন্যাশনাল মল এলাকায় যাওয়ার বাসের অপেক্ষায়। তাদের হাতে ছিল ‘যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই’ এবং ‘মাস্ককে বিতাড়িত করুন’—এমন নানা ধরনের প্ল্যাকার্ড।

বিক্ষোভের আয়োজকরা আশা করেছিলেন, শুধু ন্যাশনাল মল এলাকাতেই ২০ হাজারের বেশি মানুষ জড়ো হবেন।
এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে ‘হ্যান্ডস অফ’, যার একটি অর্থ হতে পারে: ‘আমাদের নিজের মতো চলতে দাও’।
এই বিক্ষোভে অংশ নিয়েছে প্রায় ১৫০টি গোষ্ঠী। তাদের মধ্যে অন্যতম ‘ইনডিভিজিবল’। গোষ্ঠীটির সহ-প্রতিষ্ঠাতা এজরা লেভিন বলেন, “এই বিশাল বিক্ষোভের মাধ্যমে আমরা ট্রাম্প, ইলন মাস্ক, রিপাবলিকান কংগ্রেস সদস্য এবং তাদের মিত্রদের প্রতি একটি পরিষ্কার বার্তা পাঠাতে চাই: যুক্তরাষ্ট্রের গণতন্ত্রে হস্তক্ষেপ কোনোভাবেই বরদাশত করা হবে না।”

এদিকে যুক্তরাষ্ট্রের আগেই শনিবার (৫ এপ্রিল) ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয় ট্রাম্পবিরোধী বিক্ষোভ। বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস ও লন্ডনে প্রবাসী মার্কিন নাগরিকদের অংশগ্রহণে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। বিক্ষোভের আয়োজন করে ডেমোক্র্যাট দলের বিদেশে বসবাসরত সদস্যরা। তারা ট্রাম্পের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির বিরুদ্ধে তাদের অসন্তোষ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট