1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং একটি জিপগাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে রাউজান পৌরসভার সত্তারঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী এবং উত্তর জেলা সভাপতি গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাবেক উপজেলা সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতে যান আকবর খোন্দকার। একই সময় গিয়াস কাদেরের অনুসারীরা একটি মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোটা দিয়ে হামলা এবং গাড়ি ভাঙচুর হয়।

বিএনপি নেতা আকবর খোন্দকার অভিযোগ করেন, গিয়াস কাদেরের অনুসারীরা তার গাড়িতে হামলা চালায়। তিনি জানান, পুলিশের আশ্বাস থাকা সত্ত্বেও তার গাড়িতে ইট ছুড়ে গ্লাস ভেঙে ফেলা হয়, পরে তিনি গাড়ি থেকে নেমে পড়েন।

তবে গিয়াস কাদের চৌধুরীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, ঘটনাস্থলে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!