
রাজশাহীর তানোরে নলকূপের পাইপের ভেতর ৩০–৩৫ ফুট গভীরে আটকা পড়ে আছে দুই বছরের শিশু সাজিদ। তাকে জীবিত উদ্ধারে টানা চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট এলাকার একটি ফসলের মাঠে খেলা করার সময় শিশুটি হঠাৎ সেই গর্তে পড়ে যায়। দুর্ঘটনার দশ ঘণ্টা পার হলেও রাত ১০টা পর্যন্ত শিশুটির কোনো হদিস পাওয়া যায়নি।
ঘটনার পর পাইপের মতো সরঞ্জাম ব্যবহার করে গর্তে অক্সিজেন পাঠানোর চেষ্টা চলছে। ক্যামেরা নামিয়ে শিশুটির অবস্থান নির্ণয়ের চেষ্টা করা হচ্ছে। স্কেভেটর ও পাওয়ার টিলার দিয়ে চারপাশে মাটি খোঁড়া হচ্ছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে যেন উদ্ধার হওয়ামাত্র তাকে চিকিৎসা দেওয়া যায়।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু শামা বলেন, “শিশুটিকে জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।”
এদিকে সাজিদের মা ও স্বজনরা ঘটনাস্থলে আহাজারি করছেন। শিশু নিখোঁজ হওয়ার খবর শুনে শত শত মানুষ রাতেও মাঠে ভিড় জমিয়েছে। সবার চোখে একটাই প্রত্যাশা—সাজিদ যেন জীবিত ফিরে আসে।
উদ্ধার অভিযানের এক পর্যায়ে শিশুটির মা সাংবাদিকদের বলেন, “ছেলেটি আমার পেছনে পেছনে যাচ্ছিল। যেতেই পা পিছলে পড়ে গেছে। আমি পেছনে তাকাই, আমার ছেলে সাজিদ মা, মা বলে ডাকছে…” —এ কথা বলতে বলতে তিনি আবারও কান্নায় ভেঙে পড়েন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply