
দেশের প্রতিটি আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতসহ দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। শুক্রবার সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তায় অবহেলা এবং গ্রেপ্তার আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থিত করে অপেশাদার আচরণ প্রদর্শনের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে দেশের প্রতিটি আদালত, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন ও গাড়ির পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে রোববার থেকে সারাদেশের বিচারকেরা কলমবিরতি পালন করবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে নৃশংসভাবে হত্যা এবং স্ত্রী তাসমিন নাহারকে গুরুতর আহত করার ঘটনায় অ্যাসোসিয়েশন গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, বিচারক পরিবারের ওপর প্রকাশ্যে এ ধরনের হামলায় বিচার বিভাগ স্তম্ভিত। বিচারকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের নিরাপত্তায় সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। বহুবার সুপ্রিম কোর্ট থেকে নিরাপত্তার বিষয়ে চিঠি পাঠানো হলেও তা উপেক্ষিত হয়েছে। জেলা পর্যায়ে অনেক বিচারকের সরকারি বাসস্থান ও পরিবহন ব্যবস্থা নেই, চৌকি আদালতের বিচারকদের অবস্থা আরও দুরবস্থার—কেউ ভাড়া বাসায় থাকেন, রিকশা বা পায়ে হেঁটে চলাচল করতে হয়। রাষ্ট্রের এই অবহেলা ও গাফিলতির ফলেই আজ এ মর্মান্তিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, হামলাকারীর পকেটে পাওয়া ড্রাইভিং লাইসেন্স থেকে ধারণা করা হচ্ছে তিনি চালক এবং পূর্ববিরোধ থাকতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply