ইউনিয়ন ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ বি এম মোকাম্মেল হক চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (১৩ এপ্রিল) দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের কাছে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, ত্রাণ বিতরণে জালিয়াতি ও অতিরিক্ত বিল দেখিয়ে সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলাগুলো করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ১১ জনকে দুটি মামলাতেই আসামি করা হয়েছে।