1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে ইতিবাচক সমাধানের আশা: প্রধান উপদেষ্টা

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে আলোচনার মাধ্যমে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা বিষয়টি পর্যালোচনা করছি এবং এটি আলোচনাযোগ্য। আমি নিশ্চিত, সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব।”

আজ বৃহস্পতিবার ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, শুল্ক ইস্যু এখনো আলোচনার প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি বলেন, “আমরা এমন সমাধানের দিকে যাব, যা উভয় পক্ষের জন্য উইন-উইন পরিস্থিতি তৈরি করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”

এর আগে সকালে শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্কহার পর্যালোচনা করছে এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যকর সমাধানের উপায় খুঁজছে।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য ও ঘনিষ্ঠ বন্ধু। ট্রাম্প প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করছি।”

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ‘রেসিপ্রোক্যাল ট্যারিফ’ নীতির অংশ হিসেবে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট