1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

উত্তরায় অপহরণকারী চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, উদ্ধার ১.৪১ কোটি টাকা

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫

রাজধানীর উত্তরা পশ্চিম থানার পুলিশ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। তারা হলো—মোঃ মাসুম পারভেজ (৩৮), মোঃ সোলাইমান হোসেন (৩৮), শফিকুল ইসলাম সৌরভ (২৭), মোছাঃ মায়া (২৫) ও মোছাঃ রুলি খানম (১৯)।

বুধবার (২৮ মে) দুপুর সোয়া ৩টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১০/বি রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় অপহৃত এক ছাত্রী, ১ কোটি ৪১ লাখ টাকা মুক্তিপণের অর্থ, ৬০ পিস ইয়াবা, দুটি সিসি ক্যামেরা ও তিনটি মোবাইল ফোন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার সূত্রপাত গত ২৬ মে বিকেলে, মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হলে তার মা ২৮ মে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ করেন। একই দিন অপহরণকারীরা ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ চক্রটির অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও পাঁচজনকে গ্রেফতার করে।

থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতরা একটি পেশাদার অপহরণকারী চক্রের সদস্য। তারা চাকরির প্রলোভনে কিশোরীদের অপহরণ করে অশ্লীল ভিডিও ধারণ করে মুক্তিপণ আদায় করত।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!